English

27.2 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠালো পোল্যান্ড

- Advertisements -

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর পূর্তি আজ। এ যুদ্ধ আর কতদিন চলবে তার হিসাব আপাতত কারও কাছে নেই। এমন পরিস্থিতিতে প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম মিত্র দেশ হিসেবে ইউক্রেনে চারটি লেপার্ড ট্যাংক পাঠালো পোল্যান্ড। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ট্যাংক পাঠানোর কথা জানান দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। এর আগে জার্মানিসহ বিভিন্ন দেশ ট্যাংক পাঠানো ঘোষণা দিলেও, সেগুলো এখনো ইউক্রেনে পৌঁছেনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছরপূর্তি উপলক্ষে কিয়েভ সফরে যান পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। এ সময় তিনি প্রথম দেশ হিসেবে ইউক্রেনে লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের বিষয়টি নিশ্চিত করেন।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, ইউক্রেনে লেপার্ড ট্যাংকগুলো সরবরাহ করতে যাওয়ার প্রধানমন্ত্রী আজ বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। আশা করি, তিনি খুব দ্রুতই নিরাপদে দেশে ফিরে আসবেন।

জানুয়ারিতে জার্মানির তৈরি ১৪টি লেপার্ড-২ ট্যাংক ও অতিরিক্ত ৬০টি ট্যাংক পাঠানোর ঘোষণা দেয় পোল্যান্ড। সেসময় দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি কানাডিয়ান এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/02gv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন