English

27.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

ইকুয়েডরে মোরগলড়াইয়ে গোলাগুলি, নিহত ১২

- Advertisements -

ইকুয়েডরে ঐতিহ্যবাহী মোরগ লড়াইয়ের অনুষ্ঠানে বন্দুকহামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার লা ভ্যালেন্সিয়ার স্থানীয় সম্প্রদায়ে এই ঘটনা ঘটে। ঘটনার একদিন পর শুক্রবার অভিযান চালিয়ে নকল পুলিশ ও সেনাবাহিনীর ইউনিফর্ম জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ককফাইটের রিংয়ে বন্দুকধারীরা হঠাৎ করে ঢুকে পড়ে এবং এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। দর্শকরা প্রাণ বাঁচাতে দিগ্ববিদিক ‍ছুটতে থাকেন।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, হামলাকারীরা ভুয়া সামরিক পোশাক পড়ে এসেছিল। তাদের প্রতিপক্ষরা সেখানে খেলায় অংশ নেয়।বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রাদেশিক সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, লাতিন আমেরিকার এই দেশটিতে অন্তত ২০টি অপরাধ চক্র আছে যারা আধিপত্য কায়েম করতে চায়। দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নেবোয়া বলেন, বিশ্বের ৭০ শতাংশ মাদক এখন ইকুয়েডর দিয়ে পাচার হয়। প্রতিবেশী দেশ কলাম্বিয়া ও পেরুও এর সঙ্গে যুক্ত। এই মাদকচক্রের কারণে বিভিন্ন গ্যাং গুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলতি বছর জানুয়ারিতে এক মাসেই এমন হামলায় ৭৮১ জনের মৃত্যু হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4mud
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন