English

29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

- Advertisements -

ইন্দোনেশিয়ায় তানিম্বার দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূ-কম্পনের সময় আতঙ্কে লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

তানিম্বার দ্বীপপুঞ্জ হলো পূর্ব ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের প্রায় ৩০টি দ্বীপের সমন্বয়ে গঠিত।

ভূ-কম্পনের ফলে সুনামি সতর্কতা থাকলেও তিন ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।

শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত চারটি আরও আফটারশক হয়েছে। ফলে উত্তর অস্ট্রেলিয়ার কিছু অংশেও ভূ-কম্পন অনুভূত হয়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সংস্থার কর্মকর্তারা জানান, ৩ থেকে ৫ সেকেন্ডের মতো সময়ে প্রবল কম্পন অনুভূত হয়। এতে একজন আহত হয়েছেন। ১৫টি বাড়ি ও দুটি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার ২ টা ৪৭ মিনিটে ১৩০ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। সুনামি সতর্কতা জারি করা হলেও পরে মঙ্গলবার ভোর ৫টা ৪৩ মিনিটে তা তুলে নেওয়া হয়।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ রেকর্ড করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপও ৭ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন রেকর্ড করে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকার ওপর ইন্দোনেশিয়া অবস্থিত। এই অঞ্চলটিকে রিং অব ফায়ার বলা হয়। দেশটিতে আগেও বহুবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ২০১৮ সালেও সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের আঘাতে ২ হাজারের বেশি মানুষ নিহত হন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/misy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন