পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক ও নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। তাকে সংবাদপত্র, টেলিভিশন বা বই পড়ার সুযোগ দেওয়া হচ্ছে না, এমনকি আইনজীবী ও ঘনিষ্ঠদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।
এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম বলেন, ‘ইমরান খানকে দিনে ২২ ঘণ্টা একা একটি কক্ষে আটকে রাখা হচ্ছে। এটি এক ধরনের মানসিক নির্যাতন এবং মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। আদালতের আদেশ থাকা সত্ত্বেও ইমরান খান যাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, তাদের কেউই তার সঙ্গে দেখা করতে পারছেন না। এটি আদালত অবমাননার শামিল।’
আকরাম অভিযোগ করেন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও একইভাবে পারিবারিক সাক্ষাৎ থেকে বঞ্চিত করা হচ্ছে এবং ইমরান খানের বোন আলিমা খানকেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
তিনি প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান এবং বলেন, ‘আদালতের আদেশ অমান্য শুধু বিচারব্যবস্থার অবমাননা নয়, বরং এটি পুরো ন্যায়বিচার ব্যবস্থার প্রতি অসম্মান।’
পিটিআই নেতা আরও বলেন, সংবিধানের ৬২(১)(ডি) ধারা ব্যবহার করে রাজনীতিবিদ জামশেদ দাস্তিকে অযোগ্য ঘোষণার ঘটনা নজিরবিহীন। তিনি অভিযোগ করেন, এখন সংবিধানকেও রাজনৈতিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে।
আকরাম বলেন, দলের অন্য বন্দি নেতাদের সঙ্গেও অমানবিক আচরণ করা হচ্ছে। শাহ মাহমুদ কুরেশির স্বাস্থ্যের অবনতি ঘটছে, ডা. ইয়াসমিন রশিদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে এবং সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও ইজাজ চৌধুরী এখনো কারাগারে।
অর্থনীতি প্রসঙ্গে আকরাম অভিযোগ করেন, বর্তমান সরকার ১৫ মাসে জ্বালানির দাম ৮২ শতাংশ বাড়িয়েছে। ‘পিটিআই সরকারের সময় পেট্রোলের দাম ৫১ টাকা বাড়ানো হয়েছিল, কিন্তু বর্তমান সরকার ভর্তুকি তুলে দিয়ে দাম নিয়ে গেছে ২২০ টাকা লিটারে।’
তিনি আরও বলেন, ৭ লাখ ৬৫ হাজার টন চিনি রপ্তানির অনুমোদনের পর বাজার থেকে হঠাৎ চিনি উধাও হয়ে যায় এবং দাম বেড়ে ২০০ টাকা কেজিতে পৌঁছায়। এতে সরকারের বিরুদ্ধে ৯২ বিলিয়ন রুপির দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি।
৯ মে-র সহিংসতার মামলাগুলোর প্রসঙ্গে আকরাম বলেন, এসব মামলার ভিত্তি দুর্বল হয়ে পড়েছে, কারণ প্রধান তদন্ত কর্মকর্তা সরে গেছেন এবং অন্যতম সাক্ষী হাসান আফজাল আদালতে হাজির হচ্ছেন না। তিনি এসব মামলা প্রত্যাহারের দাবি জানান।
পাঞ্জাবের সাম্প্রতিক বন্যায় ১০৩ জনের মৃত্যুর ও ২৫০টি ঘরবাড়ি ধ্বংস হওয়ার ঘটনায় সরকারের দুর্বল প্রতিক্রিয়া নিয়েও আকরাম ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘জনগণ প্রতিবাদ করলে তাদের জেলে নেওয়া হয়, অথচ দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।’
শেষে আকরাম জানান, আসন্ন সিনেট নির্বাচন সামনে রেখে ইমরান খান খাইবার-পাখতুনখাওয়া প্রাদেশিক সংসদীয় দলের ওপর মনোনয়ন বাছাইয়ের দায়িত্ব দিয়েছেন, তবে তার অনুমোদন ছাড়া কোনো টিকিট দেওয়া যাবে না। তিনি বলেন, ‘পিটিআই অভ্যন্তরীণ গণতন্ত্র ও স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’