English

28.9 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
- Advertisement -

ইমরান খানের সরকার থেকে চিরতরে মুক্তির সময় এসেছে: মরিয়ম নওয়াজ

- Advertisements -

লাহোরের নাগরিকদের বিরোধী ১১-দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) এর আসন্ন ১৩ ডিসেম্বর সমাবেশে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পিএমএল-এন সহ-সভাপতি মরিয়ম নওয়াজ। বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান সরকার থেকে চিরতরে মুক্তির সময় এসেছে। এখন সময় এসেছে নওয়াজ শরীফ, মরিয়ম নওয়াজ এবং পিডিএমকে সমর্থন দেওয়ার। বর্তমান ভূয়া সরকারকে আর দেশ চালাতে দেওয়া হবে না। দেশের মানুষের অর্থ আত্মসাত করার অধিকার তাদের নেই। তিনি বলেন, এর আগেও শরিফ পরিবার জাতি উমরা নিবাস ছাড়ার আগে দেশের সেবা করেছে। এবং ভবিষ্যতেও তারা দেশের সেবা করতে প্রস্তুত।
এর আগে কেন্দ্রীয় ও প্রাদেশিক সংসদ সদস্য এবং পিএমএল-এনের টিকিটধারীদের একটি বৈঠক জাতীয় উমরায় অনুষ্ঠিত হয়। এ বৈঠকে মরিয়ম, রানা সানাউল্লাহসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এ বৈঠকে ১৩ ডিসেম্বর মিনার-ই-পাকিস্তানে আয়োজিত সমাবেশের কৌশলগত আলোচনা করা হয়।
এদিকে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি লাহোরে পৌঁছেছেন। তিনি বিলাওয়াল হাউসে একটি বৈঠক ডেকেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
সূত্র: জিও নিউজ

The short URL of the present article is: https://www.nirapadnews.com/97ym
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন