রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পাঞ্জাবের বিধানসভায় পাকিস্তানের কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআইকে নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুসারে, দেশটির আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ ‘সেনাবিরোধী’ বক্তব্য তৈরি এবং ছড়িয়ে দেওয়ার জন্য ইমরানের তীব্র সমালোচনা করার কয়েকদিন পর মঙ্গলবার (৯ ডিসেম্বর) পাঞ্জাবের বিধানসভায় প্রস্তাবটি গৃহীত হলো।
পিটিআই ও ইমরানকে ‘রাষ্ট্রবিরোধী’ হিসেবে বর্ণনা করে প্রস্তাবে বলা হয়েছে, দলটি ‘শত্রু রাষ্ট্রের হাতিয়ার’ হিসেবে কাজ করেছে এবং বিশৃঙ্খলা উস্কে দিয়েছে।
প্রস্তাবে উল্লেখ করা হয়, ‘যেসব প্রতিষ্ঠান পাকিস্তানকে প্রতিটি ফ্রন্টে রক্ষা করে এবং ভারতের মতো পাঁচগুণ বড় শত্রুকে সফলভাবে মোকাবেলা করেছে, তারা দেশের অখণ্ডতা ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসেবে কাজ করার জন্য রাজনৈতিক দল এবং এর প্রতিষ্ঠাতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। তার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়া এবং বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগও রয়েছে।’
প্রস্তাবে আরও দাবি করা হয়েছে, রাজনৈতিক বা অরাজনৈতিক গোষ্ঠীর যে কোনো নেতার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক।
পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি বলেছেন, পিটিআই দলটি যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে, তবে সরকার তাদের ওপর নিষেধাজ্ঞা বা গভর্নরের শাসন জারির মতো পদক্ষেপ বিবেচনা করতে পারে।
