English

31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

ইরাকের প্রেসিডেন্টের প্রাসাদে বিক্ষোভকারীরা, সুইমিংপুলে জলকেলি

- Advertisements -
Advertisements
Advertisements

ইরাকের প্রেসিডেন্টের প্রাসাদের সুইমিংপুলে জলকেলি করছেন বিক্ষোভকারীরা। দুই মাস আগে শ্রীলঙ্কায় এ ধরনের দৃশ্য দেখা গিয়েছিল। এবার বাগদাদে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েছেন শত শত বিক্ষোভকারী। সুইমিংপুলে তাদের সাঁতার কাটতে দেখা গেছে।

ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল স্থানীয় সময় সোমবার ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরই তার অনুগামীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। বাগদাদে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় নিরাপত্তা বাহিনী।

এরই মধ্যে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে বাগদাদে প্রেসিডেন্টের প্রাসাদে বিক্ষোভকারীরা ঢুকে পড়েন। একাধিক ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্টের প্রাসাদে দাপিয়ে বেড়াচ্ছেন বিক্ষোভকারীরা। সুইমিংপুলে নেমে গোসল করতেও দেখা গেছে তাদের।

সম্প্রতি প্রেসিডেন্টের প্রাসাদে বিক্ষোভকারীদের ঢুকে পড়ার ঘটনার সাক্ষী হয়েছে শ্রীলঙ্কা। আর্থিক সংকটে ধুঁকতে থাকা টালমাটাল দ্বীপরাষ্ট্রে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদে ঢুকে পড়েছিলেন কয়েক শ বিক্ষোভকারী।

লঙ্কান প্রেসিডেন্টের বিছানা, সুইমিংপুল, বাগান, জিমে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের। সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল আন্তর্জাতিক মহলেও।

রাজনৈতিক সংকটে জর্জরিত ইরাকে গত বছরের অক্টোবর মাসে পার্লামেন্ট নির্বাচনে মুক্তাদার দল সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছিল। কিন্তু সরকার গঠনে জটিলতা তৈরি হয়। জোট সরকার গড়তে রাজি হননি তিনি।

ফলে এখনো সরকার গঠন হয়নি সে দেশে। পার্লামেন্ট ভেঙে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি। এ পরিস্থিতির মধ্যেই মুক্তাদার রাজনীতি ছাড়ার ঘোষণায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে ইরাকে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন