ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ এরবিলের সোরান জেলায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন ১৭ জন। সোরান জেলার সিদেকান সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।
ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এরবিল শাখার বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিদেকান সীমান্তের একদিকে ইরান এবং অপর দিকে তুরস্ক।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের সোরান শাখার পরিচালক কারওয়ান মিরাওদেলি জানিয়েছেন, আটকা পড়া ১৭ জনের মধ্যে তাৎক্ষণিকভাবে আটজনের পরিচয় উদ্ধার করা গেছে। এই আটজন সীমান্ত এলাকায় মেষ চরাতে গিয়েছিলেন। বাকি ১১ জনের নাম-পরিচয় রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তারা পর্যটক বলে জানা গেছে।
আটকা পড়াদের উদ্ধারে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর ছয়টি টিম কাজ করছে বলেও জানিয়েছেন কারওয়ান মিরাওদেলি।
সমুদ্র থেকে দূরবর্তী ও পার্বত্য অঞ্চল হওয়ায় শীতকালে এরবিলের বিভিন্ন জায়গায় তুষারপাত হয়। কারওয়ান জানান, তুষারপাতের কারণে সোরান শহরে বেশ কিছু সড়ক বন্ধ হয়ে গেছে।
এরবিলের অবস্থান ইরাক, ইরান ও তুরস্কের মধ্যে বিস্তৃত কুর্দিস্তান অঞ্চলে পড়েছে। চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে কুর্দিস্তান অঞ্চলের শীতকাল দীর্ঘ ও তীব্র হয়।
