নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রভাবে রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ। দেশটির রাজধানীর কাছে বিক্ষোভের সময় একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। বর্তমানে বিক্ষোভ ১২ দিনে গিয়ে পড়েছে।
মালার্ড জেলার পুলিশের সদস্য শাহিন দেহঘান বিক্ষোভে অস্থিরতা নিয়ন্ত্রণের সময় ছুরিকাঘাতে নিহত হন। কর্তৃপক্ষ হত্যাকারীদের খুঁজছে। বিক্ষোভ শুরু হয় গত ২৮ ডিসেম্বর। তেহরানের ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধি ও রিয়ালের পতনের ফলে বিক্ষোভ শুরু করে। এরপর অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত বিক্ষোভ ইরানের ৩১ প্রদেশের মধ্যে ২৫টি প্রদেশে ছড়িয়েছে। এতে কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।
একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইরানের সর্বশেষ ১০ দিনের বিক্ষোভে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। ইরানি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি। তবে তারা বলেছে, ৩ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। বিবিসি পারসিয়ান এ পর্যন্ত ২০ জনের মৃত্যু ও পরিচয় নিশ্চিত করেছে। ৬০-এর বেশি আহত হয়েছে এবং ২ হাজার ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের নেতৃত্বের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে এই বিক্ষোভ।
