English

18 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
- Advertisement -

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংকট মেটাতে মধ্যস্থতা করতে চান পুতিন

- Advertisements -

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে এবার সরাসরি মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলাদাভাবে টেলিফোনে আলাপকালে পুতিন এই আগ্রহ প্রকাশ করেন।

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের গঠনমূলক সংলাপ এবং মধ্যস্থতার প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে মস্কোর সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার কথা উল্লেখ করেছেন তিনি।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতি জনিত অস্থিরতা নিরসনে তেহরানের নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে পুতিনকে অবহিত করেন। দুই নেতা তাদের কৌশলগত অংশীদারিত্ব এবং যৌথ অর্থনৈতিক প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া কেবল ইরান নয় বরং পুরো অঞ্চলে শান্তি বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছে।

তবে রাশিয়ার এই মধ্যস্থতার প্রস্তাব নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। সাংহাই সহযোগিতা সংস্থাও ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকেই দায়ী করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l6v1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন