ইরান থেকে বিতাড়িত আফগানদের বহনকারী একটি বাস আফগানিস্তানের হেরাত প্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা ১৭ শিশুসহ অন্তত ৭১ জন আরোহী নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
আফগান প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বাসটির সঙ্গে একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এসময় বাসটিতে আগুন ধরে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। হেরাত প্রদেশের পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। ‘অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার’ কারণে দুর্ঘটনাটি ঘটে।
হেরাতের প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সায়েদি জানান, ইরান থেকে আসা বাসটি ইসলাম কালা সীমান্তক্রসিং পেরিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাচ্ছিল।