যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্প্রতি মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিরা ইসরায়েলি কারাগারগুলোতে নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই ইসরায়েলি কারাগারকে ‘অবিচারের কারাগার’ বলে নিন্দা জানিয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানায়, মুক্তি পাওয়া একজন বন্দী জাজিরার সংবাদদাতা তারিক আবু আযজুমকে বলেন, বেশিরভাগ ফিলিস্তিনি বন্দিকে দিনে একাধিকবার নির্যাতন করা হয়েছে।
ইসরায়েলি সেনারা বন্দীদের ওপর রাবার বুলেট ছুড়েছিল। একজন বন্দী বলেন, এর ফলে তার গোপন অঙ্গ এবং পিঠে গভীর ক্ষত হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের একটি কসাইখানায় আটকে রাখা হয়েছিল।’ অনেক বন্দীকে বিদ্যুৎস্পৃষ্ট করা হয়েছে।
মুক্তির পর দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে বক্তৃতা দিতে গিয়ে এক মুক্তিপ্রাপ্ত বন্দী বলেন, গাজার ফিলিস্তিনিরা সাহসী এবং অবিচল রয়ে গেছে। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আমাদের ত্যাগ অন্যদের তুলনায় খুব কম।
তিনি তার মুক্তি নিশ্চিত করার জন্য ‘আল্লাহ, ফিলিস্তিনি জনগণ এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের’ ধন্যবাদ জানান।
এর আগে সোমবার স্থানীয় সময় সকালের পর ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত শত শত ফিলিস্তিনি বন্দীকে বহনকারী বাসগুলো পশ্চিম তীরের রামাল্লা ও গাজায় পৌঁছে।
তারা বাসের ভেতর থেকে হাসিমুখে বিজয়ের চিহ্ন তৈরি করে। যানবাহনগুলো ঘিরে অসংখ্য মানুষ দেখা যায়। অনেকেই তাদের ফোনে দৃশ্য ধারণ করছে, আর অন্যরা ফিলিস্তিনি পতাকা নাড়ছে।