English

28 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি শিল্পী দীনা

- Advertisements -

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে স্যান্ড বিচ রিসোর্টের কাছে একটি তাবুতে নিহত হয়েছেন ২২ বছর বয়সী উদীয়মান ফিলিস্তিনি শিল্পী দীনা খালেদ জাউরুব।

কুদস নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে দীনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী এখনো পর্যন্ত এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীনা গাজার শিশুদের ও শহীদ ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। ২০১৫ সালে, সশস্ত্র সংঘাতের মধ্যে শিশু অধিকারের ওপর সেরা চিত্রকর্মের জন্য তিনি ‘আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ লাভ করেন।

তার চিত্রকর্ম ফিলিস্তিনিদের সংগ্রাম, দখলদার ইসরায়েলি আগ্রাসন এবং যুদ্ধের নির্মমতা তুলে ধরতো বিশ্ববাসীর সামনে। তার মৃত্যু ফিলিস্তিনি শিল্প ও সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

হামলার সময় দীনার পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থান ও অবস্থা এখনও জানা যায়নি। গাজায় চলমান যুদ্ধে ইতোমধ্যেই হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন বহু শিল্পী, সাংবাদিক, চিকিৎসক ও পেশাজীবী মানুষ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8qu2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন