English

27.3 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
- Advertisement -

ইসরায়েলের হামলায় ত্রাণপ্রার্থীসহ ৬১ ফিলিস্তিনি নিহত

- Advertisements -

দখলদার ইসরায়েলের হামলায় দুইজন ত্রাণপ্রার্থীসহ আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও বহু মানুষ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৩ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

এছাড়া দক্ষিণ গাজায় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এর ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালিয়ে দুই ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এসময় আহত হয়েছেন আরও ৩০ জন।

এ নিয়ে জিএইচএফের ত্রাণ নিতে গিয়ে ৮৭৫ ফিলিস্তিনি নিহত হলেন। এর আগে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় ভোর থেকে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

এদিকে অবরুদ্ধ গাজায় শিশুদের অপুষ্টির হার বাড়ছে বলে সতর্ক করেছে ফিলিস্তিনি শরণার্থীর জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ।

গাজার স্বাস্থ্য সংস্থাগুলো সতর্ক করে বলেছে, গত চার মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি অবরোধ তীব্র হওয়ার পর থেকে অপুষ্টির হার বাড়ছে।

ইউএনআরডব্লিউএর প্রধান জেনারেল ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ২০২৪ সাল থেকে পরীক্ষা করা প্রতি ১০ জন শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে। সংস্থাটি এক বিবৃতিতে গাজায় অপুষ্টিকে ‘ইঞ্জিনিয়ারড এবং মানবসৃষ্ট’ বলে আখ্যায়িত করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gm9u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন