পাকিস্তান জমিয়তে ওলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ধীরে ধীরে ইসরাইলকে স্বীকৃতি দেয়ার পথেই অগ্রসর হচ্ছে। এমনকি পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে ফিলিস্তিনিদের অধিকারের বিরুদ্ধে প্রস্তাব পাস করার প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেন তিনি।
রবিবার দেশটির পেশোয়ারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মাওলানা ফজলুর রহমান।
ইসরায়েলের সঙ্গে আরব-আমিরাতের এ শান্তিচুক্তি ফিলিস্তিনের সত্তর বছরের স্বাধীনতা আন্দোলনের সম্পূর্ণ বিরোধী।
যেকোনো মুসলিম দেশের জন্যই স্বজাতির স্বার্থ ও তাদের স্বাধীনতা আন্দোলনকে মূল্যায়ন করা উচিত বলে মনে করেন তিনি।
ইমরান খানের ব্যাপক সমালোচনা করে তিনি আরও বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতো ন্যাক্কারজনক নির্বাচন পাকিস্তানের ইতিহাসে আর কখনও হয়নি। কারচুপি নির্বাচনের বিরোধিতা জমিয়তে ওলামায়ে ইসলাম যেভাবে করেছিল, অন্য কোনো দল তা পারেনি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/jiv7
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন