English

27.3 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

ইহুদি খলনায়ক ‘শাইলক’ মন্তব্যে বিতর্কে ট্রাম্প, কিন্তু কেন?

- Advertisements -

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কের মুখে। স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) সাংবাদিকদের তিনি বলেন, “আমি জানতাম না যে ‘শাইলক’ শব্দটি কেউ কেউ ইহুদি-বিদ্বেষী হিসেবে দেখে।”

এর আগের দিন, বৃহস্পতিবার আইওয়া অঙ্গরাজ্যের ডেস মোইনেসে একটি নির্বাচনী সমাবেশে উচ্চ সুদের ঋণদাতাদের নিন্দা জানাতে গিয়ে তিনি ‘শাইলক’ শব্দটি ব্যবহার করেন। তার এই মন্তব্য যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু ইহুদি নাগরিক ও সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

ট্রাম্পের এই বক্তব্যকে ‘অত্যন্ত আপত্তিকর ও বিপজ্জনক’ আখ্যা দিয়েছে ইহুদি সংগঠন অ্যান্টি-ডিফেমেশন লিগ (এডিএল)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “শাইলক শব্দটি শতাব্দীপ্রাচীন ইহুদি-বিরোধী স্টেরিওটাইপকে জাগ্রত করে। প্রেসিডেন্টের এ ধরনের ভাষা দায়িত্বজ্ঞানহীন।”

ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ড্যানিয়েল গোল্ডম্যান বলেন, “এটা স্পষ্ট ইহুদি-বিদ্বেষ, এবং ট্রাম্প জানেন তিনি কী করছেন।”

জিউইশ কাউন্সিল ফর পাবলিক অ্যাফেয়ার্স-এর সিইও অ্যামি স্পিটালনিক আরও কড়া ভাষায় বলেন, “শাইলক শব্দটি ইহুদি-বিদ্বেষের একটি ক্ল্যাসিক স্টেরিওটাইপ। ট্রাম্প দীর্ঘদিন ধরে এ ধরনের ষড়যন্ত্রমূলক ধারণাকে স্বাভাবিক করে তুলছেন।”

আইওয়ার সমাবেশে ট্রাম্প বলেছিলেন, “কিছু ভালো ব্যাংকার আছেন, আবার কিছু শাইলকের মতো খারাপ মানুষ আছে যাদের কাছ থেকে ঋণ নেয়া উচিত নয়।” এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি শব্দটি কখনও ইহুদি-বিদ্বেষী হিসেবে শুনিনি। আমার কাছে এর অর্থ একজন উচ্চ সুদে ঋণদাতা।”

২০১৪ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও ‘শাইলক’ শব্দ ব্যবহার করে সমালোচিত হন। তবে তিনি দ্রুত ক্ষমা চেয়ে নিয়েছিলেন এবং বলেছিলেন, “আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল।”

উল্লেখ্য, ‘শাইলক’ চরিত্রটি ব্রিটিশ নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের বিখ্যাত নাটক The Merchant of Venice থেকে নেওয়া। নাটকে তিনি একজন ধনী, কৌশলী ও নির্মম ইহুদি ঋণদাতা, যিনি চড়া সুদে ঋণ দেন এবং ঋণ খেলাপ হলে শরীর থেকে ‘এক পাউন্ড মাংস’ দাবি করেন। বহু বছর ধরেই এই চরিত্রকে ইহুদিদের ‘লোভী ও নিষ্ঠুর’ হিসেবে উপস্থাপন করার উদাহরণ হিসেবে সমালোচনা করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v7nj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন