ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, এই বছর ইরান ঈমান, ঐক্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে বিশ্বে নতুন বিশ্বাসযোগ্যতা এবং ওজন অর্জন করেছে। আমেরিকান সেনাবাহিনীর প্রচণ্ড আক্রমণ এবং এই অঞ্চলে তাদের লজ্জাজনক সংযোজন ইরানি তরুণদের উদ্যোগ, সাহস এবং ত্যাগের কাছে পরাজিত হয়েছে।
তিনি বলেন, এটা প্রমাণিত হয়েছে যে, ইরানি জাতি, ঈমান এবং সৎকর্মের ছায়ায় তার ক্ষমতা ব্যবহার করে- দুর্নীতিবাজ ও অত্যাচারী স্বৈরাচারীদের বিরুদ্ধে দাঁড়াতে পারে এবং বিশ্বের কাছে ইসলামী মূল্যবোধকে আগের চেয়েও জোরেশোরে প্রচার করতে পারে।
শনিবার (২৭ ডিসেম্বর) ইউরোপের ইউনাইটেড ইসলামিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় এক বার্তায় খামেনি এই মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, দুর্নীতিগ্রস্ত ও নিপীড়কদের সৃষ্ট অস্থিরতা পারমাণবিক সমস্যা থেকে নয়, বরং অন্যায্য শৃঙ্খলা ও বৈশ্বিক আধিপত্যের প্রতি চ্যালেঞ্জের পাশাপাশি একটি ন্যায়সঙ্গত জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি ইরানের অঙ্গীকার থেকে উদ্ভূত।
তিনি বলেন, আমাদের কিছু বিজ্ঞানী, কমান্ডার এবং আমাদের প্রিয় মানুষের শাহাদাতের গভীর শোক ইরানি যুবকদের দমন করতে পারেনি এবং পারবেও না। এই শহীদদের পরিবারগুলোও এই আন্দোলনের পথিকৃৎদের মধ্যে অন্যতম।
খামেনি আরও বলেন, তোমরা, বিশেষ করে বিদেশে যারা আছো- তোমরা এই মহান দায়িত্বের অংশ। তোমাদের হৃদয় স্রষ্টার কাছে সমর্পণ করো, তোমাদের ক্ষমতাকে স্বীকৃতি দাও এবং সংগঠনগুলোকে এই দিকে পরিচালিত করো। আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং আল্লাহর ইচ্ছায় পূর্ণ বিজয় তোমার জন্য অপেক্ষা করছে।
