মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে। তাইওয়ান ও দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা কথা বলেন। গত মাসে দক্ষিণ কোরিয়ায় এ দ্ইু নেতা বৈঠকের পর বেইজিং-ওয়াশিংটন সম্পর্কে নতুন গতি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরার।
ফোনালাপের পর ট্রাম্প বলেন, শি জিনপিংয়ের সঙ্গে তার ‘দারুণ’ ফোনালাপ হয়েছে। ইউক্রেন যুদ্ধ, মাদক পাচার রোধ এবং কৃষকদের জন্য একটি চুক্তি নিয়ে তারা আলোচনা করেছেন।
ট্রাম্প আরও জানিয়েছেন, ‘এখন আমরা বড় বিষয়গুলোর দিকে নজর দিতে পারি…, আমরা একমত হয়েছি যে, আমাদের মধ্যে ঘন ঘন যোগাযোগ হওয়াটা জরুরি এবং আমি তা করতে আগ্রহী।’ আগামী বছরের এপ্রিল মাসে চীন সফরে যাওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি তা গ্রহণ করেছেন। আর ওই বছরের শেষ দিকে শি যুক্তরাষ্ট্র সফর করবেন। তাইওয়ান নিয়ে আলোচনার বিষয়ে ট্রাম্প কিছু উল্লেখ করেননি। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, সি ট্রাম্পকে বলেছেনÑ দ্বীপটির নিয়ন্ত্রণ চীনের কাছে ফেরানো ‘যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ’।
শি এমন সময়ে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন, যখন কিনা চীন তাইওয়ান দ্বীপের ভবিষ্যৎ নিয়ে জাপানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানকে চীন নিজেদের ভূখণ্ড বলে মনে করে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি বলেছেন, যদি তাইওয়ানের ওপর কোনো হামলা হয়, তবে জাপানের সেনাবাহিনী সামরিক হস্তক্ষেপ করতে পারে।
