করোনাভাইরাস মোকাবিলায় কঠোরতা অবলম্বন করেছে সৌদি আরব। সংক্রমণ রোধে দেশটিতে ৫০ জনের বেশি একত্রিত হওয়া যাবে না। এ ছাড়া পরিবারের সদস্য নন এমন কাউকে বাড়িতে দাওয়াত দিলেও গুণতে হবে জরিমানা।
আজ রোববার সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া’র প্রতিবেদনে বলা হয়, বাড়িতে, রেস্ট হাউসে, খামারে বা কোনো খোলা জায়গায় ৫০ জনের বেশি জমায়েত হলে তা দেশটির করোনাভাইরাস আইনবিরোধী হবে। আর সেই আইন অমান্য করলে জরিমানা দিতে হবে।
এতে আরও বলা হয়, প্রথমবার কোনো আমন্ত্রণকারী আইন ভাঙলে তাকে ১৫ হাজার রিয়াল জরিমানা দিতে হবে। আমন্ত্রিত অতিথিদের জনপ্রতি দিতে হবে ৫ হাজার রিয়াল।
দ্বিতীয়বার আইন ভাঙলে আমন্ত্রণকারীকে ৩০ হাজার রিয়াল এবং আমন্ত্রিত অতিথিদের ১০ হাজার রিয়াল গুণতে হবে। মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, কেউ তৃতীয়বার আইন ভাঙলে জরিমানার পাশাপাশি তাকে শাস্তি পেতে হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ndum
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন