করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার জেরে স্পেনে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর পাশাপাশি রাত ১১ থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
স্পেনে স্থানীয় সময় রবিবার থেকেই রাত্রীকালীন কারফিউ কার্যকর হওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, আপাতত জরুরি অবস্থা এবং কারফিউ ১৫ দিনের জন্য জারি করা হচ্ছে। তবে পার্লামেন্টে তা বাড়িয়ে ছয় মাস করার প্রস্তাব দিয়ে অনুমোদন চাইবেন তিনি।
রবিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে সানচেজ বলেন, করোনার জেরে পরিস্থিতি চরম পর্যায়ের দিকে ধাবিত হচ্ছে। এটা গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে গুরুতর অবস্থা।
স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ লাখ ১০ হাজার তিনশ ২২ জন এবং মারা গেছে ৩৪ হাজার সাতশ ৫২ জন।
সূত্র : বিবিসি
The short URL of the present article is: https://www.nirapadnews.com/42ud
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন