English

28 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

করোনার দ্বিতীয় দফা ঢেউয়ে জাপানে আত্মহত্যার হার বেড়েছে!

- Advertisements -

করোনার দ্বিতীয় দফা ঢেউয়ে জাপানে আত্মহত্যার হার বেড়েছে। হংকং ইউনিভার্সিটি ও টোকিও মেট্রোপলিটন ইনিস্টিটিউট অব জারোন্তোলোজি যৌথ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাই-অক্টোবরে আত্মহত্যার হার ১৬ শতাংশ বেড়েছে। অথচ ২০১৮ সালের তুলনায় গত বছরের ফেব্রুয়ারি-জুনে আত্মহত্যার হার হ্রাস পেয়েছিল ১৪ শতাংশ। করোনার প্রথম দফা ঢেউয়ে সরকারের ভর্তুকি, কর্মঘণ্টা হ্রাস ও স্কুল বন্ধের কারণে আত্মহত্যার হার হ্রাস পেয়েছিল।

এদিকে, দ্বিতীয় দফা ঢেউয়ে পুরুষদের তুলনায় নারীদের আত্মহত্যার হার ৩৭ শতাংশ বেড়েছে। কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা হ্রাস, কর্মজীবী মায়েদের ওপর কাজের চাপ বৃদ্ধি এবং পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়া এর কারণ বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

২০১৬ সালের নভেম্বর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরবরাহ করা পরিসংখ্যানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের আত্মহত্যার হার ৪৯ শতাংশ বেড়েছে। করোনাকালে স্কুল বন্ধের পর এই হার বেড়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন