English

30 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

করোনার বিধিনিষেধ তুলে নিচ্ছে দিল্লি, থাকছে না নাইট কারফিউ

- Advertisements -

ভারতের রাজধানী দিল্লি থেকে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত সব বিধিনিষেধ আজ সোমবার তুলে নেওয়া হচ্ছে। তবে সরকার সতর্ক করে বলেছে, বিধিনেষেধ তুলে নিলেও মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা, হাত ধোয়াসহ করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর দিল্লিতে গত বছরের ডিসেম্বরে করোনার সর্বশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, এখন থেকে আর নাইট কারফিউ থাকবে না। আগামী ১ এপ্রিল থেকে অনলাইন ক্লাসও থাকছে না। রেস্তোরাঁ, প্রেক্ষাগৃহ, পানশালায় যাওয়ার বিষয়ে যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছিল; তাও থাকবে না।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল জানিয়েছেন, ‌‘বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর এবং করোনা শনাক্ত ও হাসপাতালে ভর্তির হার কমে যাওয়ার প্রেক্ষিতে করোনা সম্পর্কিত সব বিধিনিষেধ ২৮ ফেব্রুয়ারি থেকে তুলে নেওয়া হচ্ছে।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন