করোনায় আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরে শেষ মুহূর্তে এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়েছে। মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মালয়েশিয়ার নাগরিক নাগেনথ্রান ধর্মালিঙ্গমের দণ্ড ‘সাধারণ বিবেচেনা ও মানবিক’ কারণে স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সিঙ্গাপুরের আপিল আদালত।
আদালতে বিচারক অ্যান্ড্রিউ ফাং বলেছেন, ‘আমরা যুক্তি, সাধারণ জ্ঞান ও মানবিকতা ব্যবহার করেছি।’
আদালত ৩৩ বছরের নাগেনথ্রানের চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিতের আদেশ দিয়েছেন।
৪২ দশমিক ৭২ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে ২০০৯ সালের এপ্রিলে গ্রেপ্তার করা হয় নাগেনথ্রানকে। মাদকপাচারের বিরুদ্ধে কঠোর আইনপ্রয়োগকারী দেশ সিঙ্গাপুর তাকে মৃত্যুদণ্ড দেয়। এই দণ্ড বাতিলের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, জাতিসংঘের বিশেষজ্ঞ দল ও ব্রিটিশ বিলিয়নিয়ার রিচার্ড ব্রানসন সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
নাগেনথ্রানের আইনজীবী রবি বলেছেন, ‘কোভিড তাকে হত্যার পরিবর্তে এই বিশ্বে বাঁচার সুযোগ করে দিলো।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/nf0v
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন