English

30 C
Dhaka
শনিবার, মে ১০, ২০২৫
- Advertisement -

করোনা সংক্রমণের ভয়ে বৃটেনের সঙ্গে ফ্লাইট বন্ধ করলো ভারত

- Advertisements -

অবশেষে নতুন ধরনের করোনা সংক্রমণের ভয়ে বৃটেন থেকে আসা সব ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারত সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে বুধবার থেকে। তা বহাল থাকবে বছরের শেষ পর্যন্ত। তার আগে বৃটেন থেকে আসা সব যাত্রীকে বিমানবন্দরে পরীক্ষা করা হবে। ভারতের বেসামরিক মন্ত্রণালয়ের এক টুইটকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে বৃটেন থেকে যাওয়া সব যাত্রীবাহী ফ্লাইট বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন দেশ নিষিদ্ধ করেছে। এমন দেশের সংখ্যা কমপক্ষে ৩০। ভারতের বেসামরিক বিমান চলাচল বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যদি আমরা তথ্য পাই অন্য স্থানে নতুন ধরনের করোনা ভাইরাসের বিস্তার ঘটছে তাহলে আমরা সে মতো ব্যবস্থা নেব।
তবে এ নিয়ে প্যানিক বা পীড়া সৃষ্টির কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ভারতে। তাদের সংখ্যা এক কোটির বেশি। মারা গেছেন কমপক্ষে এক লাখ ৪৫ হাজার মানুষ। ওদিকে আগামী মাস থেকে নাগরিকদের করোনার টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। সিএনবিসি-টিভি ১৮ সংবাদ ভিত্তিক চ্যানেল বলেছে, এস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের টিকার ৫ কোটি ডোজ শিগগিরই ভারতের স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় উৎপাদন শুরু হতে পারে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন