English

26.6 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

কানাডায় হামের প্রাদুর্ভাব

- Advertisements -

কানাডায় হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে দেশটির অন্টারিও প্রদেশে কমপক্ষে ১৯৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

এতে ২০২৪ সালে শুরু হওয়া প্রাদুর্ভাবে প্রদেশটিতে হাম আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪০ জনে।

কানাডিয়ান প্রেসের (সিপি) প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার জনস্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ১০১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭৫ জনই শিশু। আটজনকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই ভাইরাস অত্যন্ত সংক্রামক। যা দেশের নতুন নতুন জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ছে।

আরও বলা হয়, নোভা স্কটিয়া ও উত্তর-পশ্চিম অঞ্চলগুলোতে এই সপ্তাহে প্রথম রোগী শনাক্ত করা হয়েছে। অন্টারিওতে যত মানুষ আক্রান্ত হয়েছেন এর মধ্যে ৫০০ জনই প্রদেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের।

কর্মকর্তারা বলেন, আক্রান্তদের মধ্যে টিকা গ্রহণ করেনি এমন শিশু, নবজাতক ও কিশোর-কিশোরীদের সংখ্যাই বেশি। স্বাস্থ্য কর্তৃপক্ষ পিতা-মাতাদের প্রতি তাদের সন্তানদের হাম-মাম্পস-রুবেলার (এমএমআর) টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f5rf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন