পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিকে উদ্দেশ করে কটাক্ষ করেছেন কারাবন্দি সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও রাজনীতিবিদ ইমরান খান। ব্যঙ্গ করে তিনি বলেছেন, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে জিততে চায়, তবে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে সঙ্গে নিয়ে নকভিকেই ওপেনিংয়ে নামতে হবে।
দুবাইয়ে চলমান এশিয়া কাপে টানা দুই ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের পরই এ মন্তব্য করেন ইমরান। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার বোন আলিমা খান এ তথ্য জানান।
আলিমার ভাষ্য অনুযায়ী, ইমরান আরও বলেছেন—পাকিস্তান একমাত্র ভারতকে হারাতে পারে তখনই, যদি মুনির ও নকভি ওপেনিংয়ে নামেন। আর ম্যাচে আম্পায়ারিং করেন সাবেক প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা ও প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা। থার্ড আম্পায়ারের ভূমিকায় তিনি ব্যঙ্গ করে প্রস্তাব করেছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরফরাজ দোগারকে।
আলিমা জানান, ভারতের কাছে টানা দুই পরাজয়ের খবর তিনি কারাগারে থাকা ভাইকে জানানোর পরই ইমরান এ ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।
১৯৯২ সালে পাকিস্তানকে একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক ইমরান খান বহুদিন ধরেই নকভিকে পাকিস্তান ক্রিকেটের অধঃপতনের জন্য দায়ী করে আসছেন। তিনি অভিযোগ করেছেন, নকভি ‘অযোগ্য’ এবং ‘স্বজনপ্রীতিতে’ জড়িত।
৭২ বছর বয়সী ইমরান সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন—২০২৪ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে তৎকালীন প্রধান বিচারপতি ফয়েজ ঈসা ও নির্বাচন কমিশনার রাজাকে ব্যবহার করে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিজয় চুরি করা হয়েছে।
২০২৩ সালের আগস্ট থেকে একাধিক মামলায় কারাগারে আছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান।