ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের রাজৌরি জেলায় এক সেনা সদস্য নিজ অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজৌরির সোলকি গ্রামের কাছে অবস্থিত একটি সেনা ক্যাম্পে। তবে এটি আত্মহত্যা, না কি অসাবধানতাবশত ছোড়া গুলি—তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ভারতের বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, নিহত সেনা সদস্য ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে যুক্ত ছিলেন এবং শনিবার (৫ জুলাই) রাতের দিকে ক্যাম্পের কোম্পানি হেডকোয়ার্টারে প্রহরার দায়িত্বে ছিলেন। ক্যাম্পটি রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
ঘটনার সময় হঠাৎ গুলির শব্দ শুনে অন্যান্য সেনা সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখেন, ওই সদস্য রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, কীভাবে গুলিটি ছোড়া হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। এটি আত্মহত্যা, নাকি অসাবধানতা, সে বিষয়টি নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
কাশ্মিরে সেনা ক্যাম্পে গুলি ছোড়ার এমন ঘটনা নতুন নয়। এর আগেও একই ধরনের পরিস্থিতিতে বেশ কয়েকবার সেনা সদস্য নিহত হয়েছেন বা আহত হয়েছেন, যার কিছু আত্মহত্যা হিসেবে চিহ্নিত হলেও কিছু ক্ষেত্রে দুর্ঘটনা বলেই দাবি করা হয়েছে।
কাশ্মির অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ভেতরে থাকা এই ধরণের ঘটনা সেনাবাহিনীর অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক চাপ ও দায়িত্ব পালনের ঝুঁকিকেও সামনে নিয়ে আসে। বিষয়টি ঘিরে এখন সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে।