English

28.4 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

- Advertisements -

ভারত অধিকৃত কাশ্মীরের কাঠুয়া জেলায় দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ হেলিকপ্টার দুর্ঘটনায় আহত দুই পাইলটের মধ্যে একজন মারা গেছেন। অপর পাইলটকে হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল সোমবার লখনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যায় পাঞ্জাবের পাঠানকোট থেকে সেনাবাহিনীর ওই হেলিকপ্টারটি কাশ্মীরে আসার পথে কাঠুয়া জেলার লাখানপুরে এলে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

কাঠুয়ার জেলা প্রশাসক ওপি ভগত বলেছেন, গতকাল সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কাঠুয়ার লক্ষ্মণপুর এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ধ্রুব হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এ সময় হেলিকপ্টারটির দুজন পাইলট আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পরে জম্মুর পিআরও প্রতিরক্ষা জানান, কাঠুয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় আহত দুই পাইলটের মধ্যে একজন মারা গেছেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হেলিকপ্টারের দুই পাইলটকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক পাইলটকে মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, আকাশে হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপর অবতরণের সময় তা দুর্ঘটনার কবলে পড়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t4sj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন