রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বার্তা পৌঁছে দিয়েছেন। শনিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে রুশ বার্তা সঙ্গাথা আরআইএ নভোস্তি এ কথা জানিয়েছে।
কিমের সঙ্গে বৈঠকে ল্যাভরভ বলেন, পুতিন আপনাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। সকল চুক্তির প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করছেন। তিনি খুব নিকট ভবিষ্যতে আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য অত্যন্ত আশাবাদী।
আগের দিন শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উত্তর কোরিয়া সফরে যান। তিনি দেশটির নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন।
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোই সন হি-এর সঙ্গে বৈঠকে ল্যাভরভ দ্বিপাক্ষিক সম্পর্ক, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি এবং আসন্ন যোগাযোগের সময়সূচী নিয়ে আলোচনা করেন।