English

22.1 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
- Advertisement -

কেমন আছেন মাহাথির মোহাম্মদ?

- Advertisements -

মালয়েশিয়ার সাবেক শতবর্ষীপ্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সম্প্রতি নিজ বাসভবনে পড়ে গিয়ে কোমরের হাড়ে আঘাত পেয়েছেন। তবে বার্ধক্যজনিত কারণে তার এই সমস্যার সমাধানে অস্ত্রোপচারকে যথাযথ মনে করছেন না চিকিৎসকরা।

তার ছেলে মুখরিজ মাহাথির বুধবার এক ভিডিও বার্তায় জানিয়েছেন, প্রতিদিনের অভ্যাসমতো সকালে হাঁটার সময় নিজের ঘরে পড়ে গিয়ে কোমরের ডান দিকে আঘাত পান এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তৎক্ষণাৎ তাকে কুয়ালালামপুরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মুখরিজ জানান, শতবর্ষী বাবার বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার করাটা তার জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। তাই আপাতত অস্ত্রোপচারের পরিবর্তে তাকে দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়া মাধ্যমে সুস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাবার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি এবং সুস্থ হতে সময় প্রয়োজন বলে পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত জুলাই মাসে শততম জন্মদিনের আনন্দ আয়োজনের পর ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির মোহাম্মদ। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে হৃদরোগের সমস্যার কারণে তার একাধিকবার বাইপাস সার্জারিও করা হয়েছে। মাহাথিরের মেয়ে মেরিনা মাহাথির অবশ্য জানিয়েছেন, তার বাবার এই চোট গুরুতর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। তবে কোমরের হাড় ফেটে যাওয়ায় সুস্থ হতে কয়েক সপ্তাহ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ci54
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

নতুন রূপে ফিরছেন সামান্থা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন