English

25.2 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
- Advertisement -

কে হচ্ছেন কিমের উত্তরসূরী, নতুন রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

- Advertisements -

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের উত্তরসূরি নির্বাচন নিয়ে প্রথমবারের মতো একটি রাষ্ট্রীয় ম্যাগাজিনে আলোচনা শুরু হয়েছে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপত্র হিসেবে পরিচিত ‘গুনরোজা’ ম্যাগাজিনের মার্চ ২০২৫ সংখ্যায় এই বিশেষ নিবন্ধটি প্রকাশিত হয়। এটি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের নজরে এসেছে।

পিয়ংইয়ং সাধারণত কিম পরিবারের উত্তরসূরি নিয়ে আগাম কোনো প্রকাশ্য আলোচনা করে না, তাই বিষয়টিকে অত্যন্ত বিরল ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিবন্ধটিতে বলা হয়েছে, রাষ্ট্রপ্রধান জীবিত থাকা অবস্থায় জনগণের আস্থা ও দলের সম্মিলিত ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে একজন উত্তরসূরি মনোনীত করা অত্যন্ত জরুরি। এটি দেশের রাজনৈতিক নেতৃত্ব ও স্থিতিশীলতা বজায় রাখার কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও এই প্রতিবেদনে কিম জং উনের কন্যা জু-আয়ের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে তার সরব উপস্থিতি এবং তাকে ‘সম্মানিত সন্তান’ হিসেবে অভিহিত করার ঘটনা এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

বর্তমানে ৪২ বছর বয়সী কিম জং উন ২০১১ সালে তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর দেশটির শাসনভার গ্রহণ করেন। উত্তর কোরিয়ার ইতিহাসে এটি হবে চতুর্থ প্রজন্মের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, রাষ্ট্রীয় গণমাধ্যমে উত্তরসূরি নির্বাচনের তাত্ত্বিক প্রয়োজনীয়তা নিয়ে কথা বলার অর্থ হলো কিম পরিবার বর্তমানে ক্ষমতার পরবর্তী ধাপ নিয়ে সক্রিয়ভাবে চিন্তা শুরু করেছে। গত কয়েক বছরে কিমের কিশোরী কন্যা জু-আয়ের সামরিক মহড়া এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাবার সাথে উপস্থিত থাকার বিষয়টিও বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kkro
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন