English

30.1 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
- Advertisement -

গহনা কম দেওয়ায় বিয়ে ভাঙলেন কনে!

- Advertisements -

যৌতুক না পেয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে চলে যাওয়া বা বিয়ে ভেঙে দেওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই এমন ঘটনা ঘটে বরপক্ষ থেকে। এবার ঘটনা ঘটল উল্টো।

খবরে বলা হয়, উত্তরপ্রদেশের কানপুর দেহাত অঞ্চলের এক তরুণের সঙ্গে মানপুরের বাসিন্দা ওই তরুণীর বিয়ে ঠিক হয়। ঘটনার দিন সকাল থেকেই আচার-অনুষ্ঠান মেনে চলছিল বিয়ের কাজ। বরসহ বরযাত্রীরা সময়মতো বিয়ের আসরে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু গোলমাল শুরু হলো মালাবদলের আগে।

হিন্দু বিয়ের রীতি অনুযায়ী, বিয়ের সময় বরের বাড়ি থেকে কনেকে শাড়ি, গহনা দেওয়ার কথা। সব কিছুই ছিল। কিন্তু গহনার পরিমাণ ছিল একটু কম, তা দেখেই চটে গেলেন কনে। বিয়ের অনুষ্ঠান ছেড়ে মাঝপথে নিজেই বিয়ে ভাঙলেন তিনি।

পুলিশ জানায়, শুধু কনে নয়, কনেকে দেওয়া গহনার বহর দেখে ক্ষুব্ধ তার পরিবারের সবাই পাত্রপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় আসেন। দীর্ঘ আলাপ-আলোচনার পর দুপক্ষই বিয়ে ভাঙার সিদ্ধান্ত মেনে নেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u2dq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন