গাঁয়ে কাদা মেখে, শাঁখ বাজালে, হবে না করোনা-এ রকম পরামর্শ দেওয়া সেই বিজেপি সংসদ সদস্য সুখবীর সিং জৌনপুরিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সোমবার তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে করোনা পরিস্থিতির মাঝেই নিজের একটি ভিডিও প্রকাশ করেন এই সংসদ সদস্য। সেখানে দেখা যায়, রীতিমতো কাদায় গড়াগড়ি খাচ্ছেন তিনি। সঙ্গে শাঁখও বাজাচ্ছিলেন। সেগুলো করেই তিনি দাবি করেন, এই পদ্ধতি মেনে চললে মারণ ভাইরাস করোনা কোনভাবেই কাছে আসতে পারবে না। অথচ সেই তিনিই করোনায় আক্রান্ত হয়েছেন।
মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও করোনাভাইরাস থেকে বাঁচতে বলেছিলেন ‘ভাবিজি পাঁপড়ের কথা’। এরপর তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এমনকি গোমূত্র খেয়েও করোনা থেকে বাঁচার কথা বলছেন বিজেপি নেতারা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kr9v
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন