English

27.5 C
Dhaka
বুধবার, আগস্ট ২৭, ২০২৫
- Advertisement -

গাজায় শান্তি চুক্তি বিলম্বের চেষ্টা করছে ইসরায়েল: কাতার

- Advertisements -

ইসরায়েল গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া বিলম্ব করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ আল-আনসারি বলেন, ইসরায়েল শান্তি চুক্তি বিলম্বিত করার কৌশল অবলম্বন করছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই বছর যাবৎ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সৈন্যরা। এতে উপত্যকাটিতে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। চরম খাদ্যাভাবে অনাহারে মারা যাচ্ছে শিশুরা। ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় কাতারের দোহায় অনুষ্ঠিত শান্তি আলোচনা বারবার ব্যাহত হয়েছে। এখনও হচ্ছে।

সম্প্রতি গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার টেবিলে উপস্থিত হয়েছে হামাস। তবে যুদ্ধ বন্ধ করে গাজার মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তেল আবিব। দেশটি শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া বিলম্ব করার অপকৌশল নিয়েছে।

কাতারের ওই মুখপাত্র বলেন, আমি মনে করি না যে আন্তর্জাতিক সম্প্রদায় অবুঝ, আমরা এই বিলম্ব কৌশলের বিষয়টা বুঝি। এই মুহূর্তে ইসরায়েলকে উত্তরসহ আলোচনার টেবিলে ফিরে আসতে হবে। সাপ্তাহিক ব্রিফিং করার সময় এসব কথা বলেন মাজেদ আল-আনসারি। ইসরায়েল আগের আলোচনাগুলোতে একমত হয়েছে এমন অনেক বিষয় এখন অস্বীকার করছে বলেও অভিযোগ করেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y0lz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন