English

25.8 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

গাজার মতো পরিণতি হতে পারে কাশ্মীরের: ফারুক আব্দুল্লাহ

- Advertisements -

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পরিণতি ফিলিস্তিনের গাজার মতো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ও রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। আজ সোমবার তিনি এমন আশঙ্কা প্রকাশ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, জম্মু ও কাশ্মীর উপত্যকায় শান্তির জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপ জরুরি বলে মনে করেন ফারুক আব্দুল্লাহ। তিনি বলেন, ‘আমরা যদি সংলাপের মাধ্যমে সমাধান খুঁজে না পাই, তবে আমাদের পরিণতিও ফিলিস্তিনের গাঁজার মতো হবে, যেখানে ইসরায়েল বোমা নিক্ষেপ করছে।’

তিনি বলেন, ‘সংলাপ কোথায়? নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন, এবং তারা (পিএমএল-এন) বলছে ভারতের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত। কিন্তু আমরা (ভারত) সংলাপের জন্য প্রস্তুত না কেন?’

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, ‘‘বন্ধু বদলানো যায়, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না।’’ প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখলে উভয়েরই উন্নতি হয়। আমাদের প্রধানমন্ত্রী মোদীজির তো বলেছেন, ‘‘এটি যুদ্ধের যুগ নয়’’।’

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় দুর্বৃত্তদের হামলায় পাঁচ সেনা সদস্য নিহত হন। এরপরের দিন তিনজন বেসামরিক নাগরিক নিহত হন। এরই প্রেক্ষিতে সংলাপের প্রয়োজনীয়তার কথা বললেন ফারুক আব্দুল্লাহ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z2kw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন