No menu items!

English

31.8 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
No menu items!
- Advertisement -

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ দখলে নিয়েছে ইসরায়েল

- Advertisements -

গাজার দিকে রওনা দেওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী ‘ম্যাডলিন’ জাহাজে হামলা চালিয়ে সেটি দখলে নিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটিকে আটক করে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। জাহাজটিতে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য খাবার ও চিকিৎসা সরঞ্জামসহ কিছু ত্রাণ ছিল।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এক বিবৃতিতে জানিয়েছে, “ম্যাডলিন এর স্বেচ্ছাসেবকদের ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে।

বেআইনিভাবে জাহাজটি দখল করা হয়েছে, নিরস্ত্র বেসামরিক নাবিকদের অপহরণ করা হয়েছে এবং শিশু খাদ্য-চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে।”

জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। তিনি বলেন, জাহাজটি আটকের সময় কেউ হতাহত হননি বলে ক্যাপ্টেন তাকে জানিয়েছেন।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলেছে, ‘ম্যাডলিন’ জাহাজটি আটক করা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ‘সেলফি ইয়ট’ ও তথাকথিত ‘সেলিব্রিটিদের’ নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে। ইসরায়েল বলছে, ‘গণমাধ্যমকে প্ররোচনামূলক নাটক সাজিয়ে শুধু প্রচার পাওয়ার উদ্দেশে’ এই কাজ করা হচ্ছিল।

জাহাজটিতে সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফরাসি আন্দোলনকর্মী ও চিকিৎসক ব্যাপটিস্ট আন্দ্রে, আল জাজিরার সাংবাদিক ওমর ফায়াদ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য রিমা হাসানসহ ১২ জন মানবাধিকার কর্মী ছিলেন। বাকিরা হলেন— জার্মানির ইয়াসেমিন আচার, ব্রাজিলের থিয়াগো আভিলা, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।

গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এমন অবস্থায় অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশু মারা যায়। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ম্যাডলিন’ নামের এ জাহাজ ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7cce
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন