English

33.1 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫
- Advertisement -

গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

- Advertisements -

ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তেল আবিবসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে আসেন। তারা গাজা সিটি দখলের আগে একটি বন্দী বিনিময় চুক্তি ও যুদ্ধবিরতির দাবি জানান। হামাসের কাছে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করে সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। তাদের আশঙ্কা, এই অভিযান শুরু হলে প্রিয়জনদের প্রাণ হারানোর আশঙ্কা বেড়ে যাবে।

টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, গত কয়েক মাসের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা ঘনবসতিপূর্ণ ফিলিস্তিনি শহর গাজা সিটি দখলের সিদ্ধান্ত নেয়। যদিও সেনাবাহিনী সতর্ক করেছিল- এই পদক্ষেপ বন্দীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে, অপ্রয়োজনীয়ভাবে সৈন্যদের বিপদে ফেলবে এবং গাজায় মানবিক সংকটকে আরও গভীর করবে।

বন্দী ও নিখোঁজদের পরিবারের সংগঠন হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এক বিবৃতিতে জানায়, সরকার আমাদের প্রিয়জনদের বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ওপর লাল সতর্কতার পতাকা উড়ছে।

সংগঠনটি নীতিনির্ধারকদের উদ্দেশে আহ্বান জানায়, সময় শেষ হয়ে এসেছে। একটি পূর্ণাঙ্গ বন্দী বিনিময় চুক্তি করুন, যুদ্ধ থামান, আমাদের প্রিয়জনদের ফিরিয়ে দিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8o3j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন