হামাস যদি নিরস্ত্র না হয়, তবে চার সপ্তাহের মধ্যে গাজা উপত্যকা দখল করে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দিয়েছেন ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ এবং উপকূলীয় এই অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার সর্বশেষ পদক্ষেপের ইঙ্গিত দিলেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্মোট্রিচ বলেন, যদি হামাস আত্মসমর্পণ, নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতে অস্বীকার করে, তবে ইসরায়েল প্রতি সপ্তাহে গাজার একটি অংশ দখল করে নেবে এবং চার সপ্তাহের মধ্যে পুরো দখল প্রক্রিয়া সম্পন্ন করবে।
তিনি বলেন, প্রথমে ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় যেতে বলা হবে।
এরপর ইসরায়েল গাজার উত্তর ও মধ্যাঞ্চলে অবরোধ জারি করবে এবং শেষে দখল সম্পন্ন করবে।
‘এটি তিন থেকে চার মাসের মধ্যে সম্ভব,’ মন্তব্য করেন স্মোট্রিচ। তার ভাষ্য অনুযায়ী, এ পদক্ষেপগুলো গাজায় বছরের শেষ নাগাদ ‘জয়ের পরিকল্পনার’ অংশ।
এই ডানপন্থী মন্ত্রীর দখল পরিকল্পনা এমন একসময় সামনে এলো, যখন ইসরায়েলি সেনারা গাজা নগরীতে আরো গভীরভাবে প্রবেশ করছে, যার লক্ষ্য শহরটি দখল করা এবং সেখানে বসবাসকারী প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা।