English

28.4 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

গাজা পুনর্গঠনে ভূমিকা রাখবে মিসর

- Advertisements -

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেই গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিসর।গতকাল সোমবার মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘যুদ্ধবিরতিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মিশর গাজা উপত্যকার জন্য একটি আন্তর্জাতিক পুনর্গঠন সম্মেলনের আয়োজন করবে, যাতে করে আরব-ইসলামিক পুনর্গঠন পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা যায়।’

মিসরের প্রধানমন্ত্রী জাতিসংঘে অনুষ্ঠিত দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক একটি সম্মেলনে এ কথা বলেন। তিনি সব দেশকে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

এর আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় ইউরোপের বেশ কয়েকটি দেশ। গতকাল সোমবার নিউইয়র্কে একযোগে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টাসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এর আগের দিন স্বীকৃতি দিয়েছিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল।

এখন জাতিসংঘের প্রায় ৮০ শতাংশ সদস্য রাষ্ট্রই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1dn5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন