English

30.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

গাড়ি থামিয়ে গরু উদ্ধার করলেন মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নি

- Advertisements -

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, ঘরে ফেরার সময় মাঝপথে গাড়ি থেকে নামছেন তিনি। নেমে খাদ থেকে একটি গরু উদ্ধারের প্রচেষ্টায় যোগ দিচ্ছেন। ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকে তাঁর প্রশংসা করছেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দিবাগত রাতে। এদিন রাতেই মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নি টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন। ১৭ মিনিটের ওই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি তখন বাড়ি ফিরছিলাম। এ সময় গর্তের ভেতর একটি গরু পড়ে যেতে দেখি। এখন গরুটি উদ্ধারের চেষ্টা চলছে।’
ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রী চান্নি পাঞ্জাবি ভাষায় সবাইকে এক হয়ে গরুটি টেনে তোলার কথা বলছেন। গরুটিকে নিরাপদে উদ্ধারের এটাই সর্বোত্তম উপায়।
একদল মানুষ যখন রশি দিয়ে গরুটি টেনে তোলার চেষ্টা করছেন, তখন মুখ্যমন্ত্রী হাতে আলো নিয়ে এগিয়ে যান। গরুর উদ্ধারের চেষ্টায় সাহায্য করেন তাঁদের।
মুখ্যমন্ত্রী চান্নির গরু উদ্ধারের ওই চেষ্টায় অংশ নেওয়ার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন সাংবাদিক মান আমান সিং চিন্না। পাঞ্জাবি ভাষায় তিনি লিখেছেন, ‘দারুণ ব্যাপার।’
বহু মানুষ চান্নির ওই ভিডিও দেখেছেন। অনেকে তাঁর প্রশংসা করে মন্তব্য করেছেন। অনেকে পাঞ্জাবে কংগ্রেসের প্রধান নভজ্যোত সিং সিধুর তুলনা টেনেছেন।

মুখ্যমন্ত্রী চান্নির বয়স ৫৮ বছর। তিনি দলিত সম্প্রদায় থেকে আসা পাঞ্জাবের প্রথম মুখ্যমন্ত্রী। রাজ্য কংগ্রেসে দ্বন্দ্বের জেরে সেপ্টেম্বরে সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পদত্যাগ করেন। এরপর মুখ্যমন্ত্রী হন তিনি। আগামী বছরের শুরুতে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন চরণজিত সিং চান্নি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/1pt9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন