গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে ইন্টার-আমেরিকান হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র লিয়ান্দ্রো আমাদো সাংবাদিকদের জানান, নিহত ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ, তিনজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এ ছাড়া আহত ১৯ জনকে ঘটনাস্থলের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোলোলা বিভাগের ১৭২ থেকে ১৭৪ কিলোমিটার এলাকার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি ঘন কুয়াশার জন্য পরিচিত। আর এই কুয়াশাই চালকদের দৃষ্টিসীমা কমিয়ে দেয়।
শনিবার ভোরে দমকল বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত বাসটির ছবি প্রকাশ করে।
ছবিতে দেখা যায়, খাদে পড়ে থাকা বাসটির চারপাশে দমকলকর্মীরা আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ করছেন।
