English

32 C
Dhaka
শুক্রবার, মে ৩, ২০২৪
- Advertisement -

চলন্ত যাত্রীবাহী বাসে হার্ট অ্যাটাকে চালকের মৃত্যু, অতঃপর…

- Advertisements -

ঘটনাটি ভারতের ওডিশার রাজ্যের ভুবনেশ্বরের কন্ধমল জেলার। গত শুক্রবার রাতে ২৫ জন যাত্রী নিয়ে সরংগড় থেকে ভুবনেশ্বর হয়ে উদয়গিরি যাচ্ছিল বাসটি। কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেন চালক। নিজে বাঁচতে না পারলেও যাত্রীদের প্রাণে বাঁচিয়েছেন তিনি।

Advertisements

চালকের নাম সানাতন প্রধান, বয়স ৫২। চালক সানা হঠাৎ অসুস্থবোধ করতে শুরু করেন। স্টিয়ারিংয়ে বসা অবস্থাতেই বুক ধড়ফড় করতে থাকে তার। বুকে যন্ত্রণাও অনুভব করেন। কিছুতেই স্টিয়ারিং সামাল দিয়ে উঠতে পারছিলেন না।

Advertisements

বুঝতে পারছিলেন, পরিস্থিতি ক্রমশ বেগতিক হচ্ছে। এরপর আর স্টিয়ারিং সামাল দিতে পারবেন না। তাৎক্ষণিকভাবে তিনি বাসটি বন্ধ করতে একটি কালভার্টের ফুটপাতে (পেভমেন্ট) ধাক্কা দেন। চালকের এই উপস্থিত বুদ্ধিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ছাড়াই থেমে যায় বাসটি। বেঁচে যান ২৫ যাত্রীর প্রাণ।

তবে বাঁচানো যায়নি চালক সানাকে। যাত্রীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় একটি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন