শীতের কারণে চীনের আনহুই প্রদেশের একটি প্রাকৃতিক সংরক্ষণ কেন্দ্রে থাকা অ্যালিগেটরের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শীত বাড়তেই সরিয়ে নেওয়া হয়েছে সংরক্ষণাগারে থাকা ইয়াংজি অ্যালিগেটরদের। নতুন উষ্ণ ঘরে তারা আমরাসে কাটাতে পারবে তাদের শীতঘুমের সময়টা।
প্রথম শ্রেণির সুরক্ষিত এই প্রজাতি নভেম্বরের শেষ থেকে হাইবারনেশন বা শীতযাপনে যায়। তাদের এই শীতঘুম স্থায়ী হয় মার্চ পর্যন্ত। বাইরের পানির তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই শুরু হয় অ্যালিগেটর স্থানান্তরের কাজ।
ইয়াংজি অ্যালিগেটর কেবল চীনের প্রথম শ্রেণির সুরক্ষিত প্রাণী। ইয়াংজি নদীর মধ্য ও নিচের অংশে বাস করে এরা। ডিসেম্বরের শুরুতে শীতঘুমে যায় এরা। মার্চ পর্যন্ত গর্তে থাকে।
কেন্দ্রটিতে এখন ১০ হাজারের বেশি খাঁচায় জন্মানো অ্যালিগেটর আছে। ২০০৩ সাল থেকে এগুলোকে আবার বনে ছাড়ার কাজ শুরু হয়েছে।
সংরক্ষণ কেন্দ্রে অ্যালিগেটরদের জন্য তৈরি করা হয়েছে উষ্ণ ঘর। এ বছর ঘরের নিচের অংশে সাউন্ড ব্যারিয়ার বসানো হয়েছে। এর ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় অ্যালিগেটররা বিরক্ত হয় না।
পরিবহনের সময় জীবাণুনাশ দিয়েও পরিষ্কার হয় প্রাণীগুলোকে। যাতে বাইরের জীবাণু শীতঘরে না ঢোকে। এরপর করা হয় স্বাস্থ্য পরীক্ষা।
