চীনের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় বুধবার (৩০ এপ্রিল) বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। গত দুই দিনে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণের মতো ঘটনা ঘটলো বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে ১৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তিন জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় দমকলকর্মীদের বরাত দিয়ে সিনহুয়া নিউজ জানিয়েছে, শানসি প্রদেশের রাজধানী তাইয়ুয়ানের জিয়াওদিয়ান জেলায় এই বিস্ফোরণ ঘটে।
প্রতিবেদনে বলা হয়, দমকল কর্তৃপক্ষকে স্থানীয় সময় দুপুর ১টার দিকে খবর জানানো হয়। বিকাল ৩টায় বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন নেভানো সম্ভব হয়েছে।