চীনে একদিনে ৩৯ হাজার ছাড়িয়েছে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ। ২৬ নভেম্বর দেশটিতে ৩৯ হাজার ৭৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৭০৯ জনের শরীরে উপসর্গ আছে, বাকি সংক্রমিতদের মধ্যে কোনো উপসর্গ নেই।
রবিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এসব তথ্য জানিয়েছে। চীনে গতকাল করোনায় মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেছে ৫ হাজার ২৩৩ জন।
এর আগের দিন দেশটিতে করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৩৫ হাজার ১৮৩টি। এর মধ্যে ৩১ হাজার ৭০৯ জনের শরীরে উপসর্গ ছিল না।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/93il