English

29 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

চীনে কারখানায় আগুন, ৩৬ জনের প্রাণহানি

- Advertisements -

চীনের হিনান প্রদেশের একটি কারখানায় আগুন লেগে অন্তত ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন এবং নিখোঁজ রয়েছে অন্তত দুজন। আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

Advertisements

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৮টায়।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ২০০ জনেরও বেশি উদ্ধারকর্মী এবং দমকল বাহিনীর ৬০ জন কর্মী আগুন নেভাতে কাজ করেছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানসিকভাবে সাহস জোগানোর জন্য মনস্তাত্ত্বিক পরামর্শদাতারা ঘটনাস্থলে ছিলেন।

Advertisements

২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। ওই সময় ৭৮ জনের প্রাণহানি ঘটে। সে সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়েছিল।

২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়্যারহাউসে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়; যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন