রানা ইমরান সিকান্দার বলেন, ইমরান খান তার ডান চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ জানান। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে প্রচলিত চিকিৎসা বিধি মেনেই ব্যবস্থা নেওয়া হয়।
তার ভাষ্য অনুযায়ী, আদিয়ালা কারাগারের ভেতরেই একজন সিনিয়র চিকিৎসক ইমরান খানের বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় তার শারীরিক অবস্থার সঠিক মূল্যায়নের জন্য প্রয়োজনীয় সব মেডিক্যাল টেস্টও করা হয়।
হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত
প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা মনে করেন, আরও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া প্রয়োজন। সে অনুযায়ী মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে একটি নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে পিআইএমএসে স্থানান্তর করা হয়।
পিআইএমএসের নির্বাহী পরিচালক জানান, ইমরান খানের পূর্ণ সম্মতিতেই ওই চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রায় ২০ মিনিট ধরে চলা এই প্রক্রিয়াটি অভিজ্ঞ ও যোগ্য চিকিৎসকেরা সম্পন্ন করেন।
চিকিৎসা শেষে ইমরান খানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে জনমনে ও রাজনৈতিক অঙ্গনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার মধ্যেই এই বিবৃতি এলো। পিআইএমএস কর্তৃপক্ষ জানিয়েছে, পেশাগত মানদণ্ড অনুসরণ করেই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
বিবৃতিতে নতুন কোনো জটিলতার কথা উল্লেখ করা হয়নি।