English

26.2 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
- Advertisement -

ছেলের বিলাসী জীবন নিয়ে বিতর্কের মুখে প্রধানমন্ত্রী বাবার পদত্যাগ

- Advertisements -

মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসান্নামস্রেইন ওয়ুন-এরদেন শেষমেশ পদত্যাগ করেছেন। ছেলে ও তার প্রেমিকার বিলাসবহুল জীবনযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে চলা বিতর্ক, সমালোচনা ও বিক্ষোভের মধ্যেই এই সিদ্ধান্ত নেন তিনি।

গত সোমবার মঙ্গোলিয়ার সংসদে অনুষ্ঠিত এক আস্থা ভোটে হেরে যান ওয়ুন-এরদেন। ভোটে তার পক্ষে ৪৪ এবং বিপক্ষে ৩৮ ভোট পড়ে। তবে ১২৬ সদস্যের সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ছিল অন্তত ৬৪টি ভোট। ভোটে হারের পরদিন মঙ্গলবার সংসদে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এর আগে, ওয়ুন-এরদেনের ছেলের কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি ও তার বান্ধবী বিলাসবহুল জীবনযাপন করছেন। এ ঘটনার পর জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং রাজধানী উলানবাটোরে বিক্ষোভ শুরু হয়। প্রশ্ন ওঠে, প্রধানমন্ত্রী পরিবারের এত সম্পদ কোথা থেকে এলো।

দুর্নীতির অভিযোগ ওয়ুন-এরদেনের পরিবারের বিরুদ্ধে আগেও ছিল। তবে চার বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ওয়ুন এরদেন বারবার তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন। এর মধ্যে সম্প্রতি তার ছেলের ছবিগুলো জনরোষ বাড়িয়ে দেয়। যে কারণে ওয়ুন-এরদেন পদত্যাগে বাধ্য হলেন।

উল্লেখ্য, ওয়ুন এরদেন ২০২১ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করেন। এরপর ২০২৪ সালের জুলাই মাসে ফের নির্বাচিত হন তিনি। পদত্যাগ করলেও তত্ত্বাবধায়ক হিসেবে ক্ষমতায় থাকবেন ওয়ুন। আগামী ৩০ দিনের মধ্যে তার উত্তরসূরির নাম ঘোষণা করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vb5p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন