ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা করার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হন, তাহলে এটি যুদ্ধপ্রভাবিত দেশটির জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করবে।
ব্রাসেলস সফরের আগে ১৮ ডিসেম্বর জেলেনস্কি সাংবাদিকদের এসব কথা বলেন। এরপর ব্রাসেলসে তিনি ইইউ শীর্ষ সম্মেলনে অংশ নিতে যান।
জেলেনস্কির ভাষ্য, ‘আমি সকল নেতার সঙ্গে আলোচনা করব এবং আমাদের যুক্তি উপস্থাপন করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা একটি ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাব। তা না হলে ইউক্রেনের জন্য বড় সমস্যার সৃষ্টি হবে।’
