জাপানের তোয়োকে শহরে স্মার্টফোন ব্যবহারে সময়সীমা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশের আওতায় সকল স্মার্টফোন ব্যবহারকারীদের কর্মক্ষেত্র বা স্কুলের বাইরে স্ক্রিন টাইম দিনে দুই ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখার আহ্বান জানানো হবে।
খসড়া অধ্যাদেশ অনুসারে, এই সময়সীমা মধ্য জাপানের তোয়োকে শহরের সকল বাসিন্দার জন্য সুপারিশ করা হবে। তবে এই নিয়ম বাধ্যতামূলক হবে না এবং স্মার্টফোন অতিরিক্ত ব্যবহারে কোনো জরিমানা করা হবে না।
মেয়র মাসাফুমি কোকি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘ঘুমের সমস্যাসহ শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা সৃষ্টিকারী ডিভাইসের অত্যধিক ব্যবহার রোধ করা এই প্রস্তাবের লক্ষ্য।’
খসড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাত ৯ টার পরে স্মার্টফোন এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া জুনিয়র হাই স্কুল এবং তার চেয়ে বেশি বয়সী শিক্ষার্থীদের রাত ১০ টার পরে স্মার্টফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এই পদক্ষেপটি অনলাইনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে এই পরিকল্পনাকে অবাস্তব বলে অভিহিত করেছে।
ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ফলে মেয়র স্পষ্ট করে বলেন, ‘দুই ঘণ্টার সীমা বাধ্যতামূলক নয়।’ অধ্যাদেশটি আগামী সপ্তাহে বিবেচনা করা হবে এবং যদি এটি পাস হয়, তবে এটি অক্টোবরে কার্যকর হবে।